প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ঘাটাইল কমিটির আহবায়ক মো. আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সবুর খান বীরবিক্রম।
প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্মাণ প্রকৌশল ইউনিয়নের সদস্য মো. বিপ্লব হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও দাতা সদস্য মো. মাহমুদুল হাসান,
সাবেক ইউপি সদস্য আলহাজ্ব দোলোয়ার হোসেন,ফেডারেশন সভাপতি আব্দুস সাত্তার শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন উদ্দিন নয়ন ঘাটাইল পৌর আওয়ামীলীগের আহবায়ক মো. খলিলুর রহমান।
এর পূর্বে শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্ঠা ভূমি দাতা ও প্রধান নির্বাচন কমিশিনার অধ্যাপক অধীর চন্দ্র সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন নির্মাণ প্রকৌল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক করুনা রায়।