প্রতিদিন প্রতিবেদক ঘাটাইলঃ ঘাটাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ (২৮.১২.১৯) শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ছাইফুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমান, আতা খন্দকার প্রমূখ। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিবেদন পেশ করেন।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ২০২০-২১ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষনা দেন। নির্বাচনী তফশীল অনুযায়ী প্রতি পদে একজন করে প্রার্থী থাকায় সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হন। এরা হলেন সভাপতি মোঃ নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক) সহ-সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল),
যুগ্ম সম্পাদক মোঃ মাসুম মিয়া (সমকাল) কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু ( মজলুমের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (জনতা), দপ্তর সম্পাদক এবি এম আতিকুর রহমান (মানবজমিন)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ কামাল হোসেন (পূর্বাকাশ), আনোয়ার হোসেন বকুল (ভোরের ডাক), আব্দুল্লাহ আল মাসুদ ( নয়া দিগন্ত), আতিকুর রহমান (নিউজ২৪ ও প্রকাশক সাপ্তাহিক জাহাজমারা)।