প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে চতুর্থ দিনের মতো করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে।
সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলবে।
গত তিন দিনে জেলায় চার হাজার একশ’ ১১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানায়, প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভ্যাকসিন প্রয়েগের কার্যক্রম চলবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নয়টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও ১১টি উপজেলায় প্রতিটিতে তিনটি করে বুথ স্থাপন করা হয়েছে। সিভিল সার্জন অফিসসহ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্র গুলোতেও নিবন্ধন কার্যক্রম চালু করা রয়েছে। টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি উপজেলায় এখনো পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী টিকা প্রয়োগ করা যাচ্ছেনা।