প্রতিদিন প্রতিবেদক: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সরকারি সা’দত কলেজ শাখার কমিটি অনুমোদন হওয়ায় মঙ্গলবার দুপুরে আনন্দ র্যালী করেছে নব কমিটি। র্যালিটি কলেজের শহীদ মিনার থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কমন রুমের সামনে এসে শেষ হয়।
আনন্দ র্যালির নেতৃত্ব দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদ খান।
এসময় অংশ নেন সা’দত কলেজ শেখ রাসেল পরিষদের নব গঠিত কমিটির সভাপতি মমিতুল ইসলাম প্রমি, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সহ-সভাপতি ফারুক হোসেন, সোহান সিকদার, নিশাত দ্বীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ শাহীন, যুগ্ম সম্পাদক নাজনীন আক্তার এনি, সাংগঠনিক সম্পাদক রিফাত খান রানা, মোঃ আল আমিন ও রহিম ইসলাম আকাশসহ অন্যান্যরা।
আনন্দ র্যালিতে প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ২০ ফেব্রুয়ারী ১৯৮৯ সালে জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে গঠন করেন।