সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৯২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন।

বুধবার (২২ মে) দুপুর দেড় টার সময় ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম আনুষ্ঠানিক ভাবে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম।

সভায় ঢাকা রেঞ্জের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপার বৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইলের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পরিশ্রমের মূল্যায়ন করা হয়েছে। এই অর্জন টাঙ্গাইলের প্রতিটি পুলিশ সদস্যদের কাজের সফলতার অর্জন।

এ অর্জনের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আরোও উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে এ সফলতা ধরে রাখবে এটাই প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনসহ টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএম কে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme