প্রতিদিন প্রতিবেদক: বিআরডিবি’র মুল কর্মসূচী ইউসিএ কর্মচারীদের ২০১২ সালের সরকারি চুরান্ত সিদ্ধান্তের আলোকে চাকুরী রাজস্ব করণ ও ইউসিসিএ কর্মচারীদের বেতন ভাতা চলমান রাখার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (০৩ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কমূসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দুল্লাল মিয়া, জেলা শাখার সভাপতি মো. আয়নাল হক খান প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে ১৯৭২ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিআরডিবি’র মূলকর্মসূচী ইউসিসিএর’র কর্মচারীদের মুজিব বর্ষেও বেতন বন্ধ ও করোনা ভাইরাসের মধ্যে বেতন বন্ধ রয়েছে। তাই ইউসিসিএ কর্মচারীদের বেতন ভাতা চলমান রাখার দাবি জানান।