বাংলাদেশে ‘এইডস’ এর বর্তমান পরিস্থিতি, যৌন কর্মীদের সাথে এইডস এর সম্পর্ক এবং প্রতিরোধে করণীয় শীর্ষক এ্যাডভোকেসী সভা বুধবার দুপুরে শহরের ‘ডিসি লেক’ পার্কে অনুষ্ঠিত হয়েছে।
‘ড্রপ ইন সেন্টার’ (ডিআইসি) টাঙ্গাইল ইউনিট এই সভার আয়োজন করে। সভায় জানানো হয়, বাংলাদেশে ১৯৮৯ সালে এইচআইভি ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত সারাদেশে ৭ হাজার ৩৭৪ জন নারী রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ১২শ’ ৪২ জন রোগী মারা গেছে। এ পর্যন্ত টাঙ্গাইলে তিনজন রোগী সনাক্ত হলেও তাদের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছে। একজন পলাতক রয়েছে। এইচআইভি ভাইরাস রোগীর রক্ত গ্রহণ এবং জন্মগত ভাবে ছাড়াও অনিয়ন্ত্রিত যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে।
টাঙ্গাইল সদর ও মধুপুরে যৌনপল্লী রয়েছে। সেখানে বিপুল সংখ্যক নারী পতিতাবৃত্তির সাথে জড়িত। ডিআইসি সংস্থাটি এইচআইভি ভাইরাস প্রতিরোধে এসব যৌনকর্মীরে নিয়ে সহযোগিতা ও সচেতনতামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে বিনামূল্যে কনডম প্রদান, স্বাস্থ্য পরামর্শ, কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক, স্যানিটাইজার বিতরণসহ নানা কার্যক্রম। এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, ডিআইসি’র কো-অর্ডিনেটর রিবাদ কিরন আকন্দ, ফোকাল পার্সন এ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট সাংবাদিক আব্দুল মালেক আনান, জেলা কালেক্টরেট বালিকা উচ্চ ব্যিালয় এন্ড কলেজের প্রভাষক মফিজুল হক রিয়ান রাজা, সাংবাকি প্রতিনিধি সাইফুল ইসলাম, রেজওয়ান শরিফ, সংস্থার ফিল্ড মনিটর পারভিন আক্তার ডলিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন।