সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে কবি সম্মেলন

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘জনকের জন্য কবিতা’ শ্লোগান সামনে রেখে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।

শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, ষাট দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশ, বাংলাদেশ টেলিভিশন বার্তা সম্পাদক কবি নাছির আহম্দে, কলকাতা থেকে আগত কবি সৌমিত বসু, সত্তর দশকের অন্যতম কবি ফারুক মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে কবিতাপাঠে অংশ নেন কবিরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল ইসলাম বাদল।

এসময় ক্ষুদে শিল্পী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme