প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন রানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও মাস্ক পরে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেন। সেই সাথে জনসাধারনের মাঝে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।