প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীর উত্তম এর বাস ভবনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় নেতা এ এইচ এম আব্দুল হাই, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, অধ্যাপক আব্দুল কদ্দুছ, অধ্যাপক হাবিবুর রহমান, জেলা মহিলা আন্দোলন কমিটির সভাপতি মাজেদা মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।