সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার (০২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে যে সকল ধান কাটার শ্রমিক বা কৃষক মারা গেছে তাঁদের প্রত্যেকটি পরিবারকে কমপক্ষে একলাখ টাকা করে অনুদান দেয়া হবে।

এছাড়াও চলমান ধানকাটা মৌসুমে যে সকল ধানকাটা শ্রমিক মারা যাবে তাদেরকেও অনুদান দেয় হবে। এ সময় তিনি জানান চলমান ধান কাটা মৌসুমে এ পর্যন্ত ২২ জন কৃষি শ্রমিক বজ্রপাতে মারা গেছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা বলেছে করোনার কারনে বিশে খাদ্য ঘাটতির দেশ গুলোতে দূর্বিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশে এবছর দুই কোটি চার লক্ষ টন ধানের টার্গেট নিয়েছে।

সারা পৃথিবীতে যদি খাদ্য সংকট দেখা দেয় সেখানেও যেন আমরা ভূমিকা রাখতে পারি। এরকম একটি লক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840