প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা উত্তর রাম পাল গ্রামে তন্নি (২৫) নামে এক গৃহবধু’র রহস্যজনক মত্যু হয়েছে। বুধবার (০৪ মার্চ ) দুপুর ১২ টা দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনার পর আল-আমিন তার মা রোকেয়া, বড় ভাই রফিকুল ইসলাম পলাতক রয়েছে।
রহস্যজনক মৃত্যুতে তন্নির বাবা আমীর হামজার অভিযোগ, ২০১৭ সালে আল-আমিনের সাথে বিয়ের পর থেকে বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করতো। মঙ্গলবার রাতে আমার মেয়েকে গলা টিপে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সে আত্মহত্যা করেছে।