প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৪০০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।বুধবার শহরের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার মোঃ খোশ মামুদের ছেলে মোঃ আসাদ মিয়া (২৭) ও কাগমারা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ রাসেল রানা (২৪)।
গোঁপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) টাঙ্গাইল এর এসআই মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ হাফিজুর রহমান (২), এএসআই/মোঃ হাফিজুর রহমান, মোঃ শাহিবুল ইসলাম, মোঃ জামাল হোসেন ও মোঃ মেহেরুল ইসলাম টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।