প্রতিদিন প্রতিবেদক: চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশ’র উদ্যোগে রোববার টাঙ্গাইলে পৌরসভা হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান কাজী মোয়াজ্জেম হোসেন।
চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশ এর টাঙ্গাইল ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক মোহন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোহেল, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।