প্রতিদিন প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের ভিক্টোরিয়া মার্কেটে জেলা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকটে ফরহাদ ইকবাল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক,
প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফী ইথেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
কেক কাটা অনুষ্ঠানের জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতী দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।