সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এ প্রতিপাদ্য বিষয়ে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, নারী ও শিশু আদালতের বিচারক খালেদা ইয়াসমিন, বিশেষ জজ আবুল মনসুর মিয়া,

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান,

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, এডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, জিপি আনন্দ মোহ আর্য্য, বার সমিতির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম।

পরে জলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme