প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জিন্নাহ সরকার স্মৃতি নাইট সর্টফিল্ড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার আদি টাঙ্গাইলের বাজিতপুর মাঠে এইচ.এম ক্লাবের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
সমাজসেবক মিন্টু সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মোল্লা, আসফাবুর রহমান শিবলু, মফিজুর ইসলাম মজনু, লিটন মোল্লা, জিয়ারত হোসেন, আনোয়ার হোসেন, আসাজুর জামান খোকন, রবি বসাক, টিটু ভূইয়া, বিপ্লব দাওত প্রমুখ।
ক্রিকেট টুনার্মেন্টে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। উদ্বোধনী খেলায় থানা পাড়া ক্লাব এবং ব্রাদার্স হেরিকেন ক্লাব অংশ গ্রহণ করেন। টুমার্মেন্টে মোট ২০টি টিম অংশগ্রহণ করেছে।