সংবাদ শিরোনাম:
উজার হচ্ছে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের শাল গজারির বন ভূঞাপুরে প্রফেসর ডা: তাসমিনা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ নাগরপুরে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত
টাঙ্গাইলে ট্রাক ভর্তি তামাকসহ আটক দুই

টাঙ্গাইলে ট্রাক ভর্তি তামাকসহ আটক দুই

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাক ভর্তি তামাক সহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি কুষ্টিয়া থেকে নেত্রকোনা যাচ্ছিল।

আটকৃতরা হলো, ট্রাকের চালক নুরে আলম (৩৫) ও সহকারী শাহাবুল (২৮)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে ২০৪ বস্তা তামাক ভর্তি ট্রাক জব্দ করেন। এসময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। রোববার (২১ এপ্রিল) ভোরে ট্রাককে আটক করে তার ওপর থেকে ২০৪ বস্তা তামাক উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকের চালক নুরে আলম ও সহকারী শাহাবুলকে আটক করা হয়। ট্রাকটি কুষ্টিয়া থেকে নেত্রকোনা যাচ্ছিল। শুল্ক ফাঁকি দেওয়ায় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তামাকসহ আটককৃতদের টাঙ্গাইল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সেলিম জানান, এ ব্যাপারে আগামীকাল মঙ্গলবার বিভাগীয় মামলা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840