সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে দুই দিনব্যাপী পথ নাট্যোৎসবের উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনব্যাপী পথনাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ওই নাট্যোৎসবের উদ্বোধন করেন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে দেশব্যাপী জাতীয় পথনাট্যোৎসবের অংশ হিসেবে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

শিল্পকলা একাডেমির সহযোগিতায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই নাট্যোৎসবের উদ্বোধনী দিনে বরেণ্য অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের নাট্য সম্পাদক সাম্য রহমান।

পথনাট্যোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন। বরেণ্য অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি থাকবেন, টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আলমগীর খান মেনু। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, টাঙ্গাইল থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক জাকির খান ও অনুভূতি প্রকাশ করবেন, টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।
টাঙ্গাইল পথনাট্যোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. সেলিম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশল ভৌমিক ও প্রণয় কুমার দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সভাপতি মো. জাকির হোসেন।

পথনাট্যোৎসবের প্রথম দিন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মির্জাপুরের হঠাৎ নাট্যদল নাট্যকার আকতারুল ইসলাম জিন্নাহর নির্দেশনায় ‘বায়োস্কোপ’ এবং টাঙ্গাইলের নগর নাট্যদল নাট্যকার এসএম সোলায়মানের নাটক ‘খেপা পাগলার প্যাচাল’ জেএ মিলনের নির্দেশনায় উপস্থাপন করার কথা রয়েছে।

দ্বিতীয় দিন শনিবার(১৮ ফেব্রুয়ারি) একই স্থানে গাজীপুরের নাট্যভূমি নাট্যকার খান শওকত রচিত ‘শহীদ রাসেল’ শাহজাহান শোভনের নির্দেশনায়, টাঙ্গাইল থিয়েটার নাট্যকার শুভঙ্কর চক্রবর্তী রচিত ‘মরা’ রতন দত্তের নির্দেশনায় এবং সংকেত নাট্যদল নাট্যকার জহিরুল ইসলাম রচিত ‘জোঁক’ নাটকটি চন্দন দাস ও খন্দকার শাকিলুজ্জামানের নির্দেশনায় পরিবেশন করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme