প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া রিক্সা, ভ্যান চালক ও দুস্থদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বজলুর রশিদ ও সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা শহরে খাবার বিতরণ করেন।
নতুন বাস-স্ট্যান্ড, কুমুদিনী কলেজ মোড়, পুরাতন বাস-স্ট্যান্ড ও নিরালা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। ভূমি অফিসের নাজির মিন্টু জানান, অফিস স্টাফদের ব্যক্তিগত উদ্যোগেই রান্না করা খাবার বিতরণের আয়োজন করা হয়।