প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন করে ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে টাঙ্গাইল সদরে চারজন, সখীপুরে তিনজন, দেলদুয়ার ও গোপালপুরে একজন করে রয়েছেন।
এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৪৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৯জন।
আরোগ্য লাভ করেছেন ৩২৬১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১২ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩৩৭১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।