প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ‘তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সাংবাদিকদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব টাঙ্গাইল জেলা শাখা শনিবার ২৬ ডিসেম্বর দুপুরের দিকে টাঙ্গাইল ল কলেজের অফিস কক্ষে এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন নাটাব জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নাটাব কর্মকর্তা ফিরোজ আহমেদ।
বক্তৃতা করেন অধ্যাপক তরুণ ইউসুফ, আশিকুর রহমান পলাশ, আব্দুর রহিম, ইফতেখারুল অনুপম, জে সাহা জয়, মালেক আদনান প্রমুখ। এ সময় প্রবীণ আইনজীবী এমএ ছাত্তার, অধ্যাপক বিমান বিহারী দাস, এডভোকেট আবু রায়হান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ল কলেজের সামনে ভিক্টোরিয়া রোডে তামাক বিরোধী মানববন্ধন করা হয়।