প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর্মকর্তা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান। এতে সভাপতিত্ব করেন নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, জেলা শিক্ষাকর্মকর্তা রেবেকা সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, লাইসেন্স ইন্সপেক্টর মো. জাহিদ হাসান, নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, স্মরণির নির্বাহী পরিচালক মঞ্জুরানী প্রামানিক প্রমুখ। সভা পরিচালনা করেন নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ।
সভায় তামাকের ক্ষতিরকর দিক নিয়ে আলোচনা করা হয়। তামাক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার অনুরোধ করা হয়।