প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে ৭০ পিস ইয়াবাসহ পারভীন আক্তার বৃষ্টি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৪ জুন) বিকেলে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। তিনি ওই গ্রামের মো. আলামিনের স্ত্রী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তার মায়ের সহযোগিতায় তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার চালিয়ে যাচ্ছেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদশক (এসআই) শ্যামল হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস ইয়াবাসহ শনিবার রাতে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।