সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলে নোংরা পরিবেশের জন্য ৪ খাবারের দোকানে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ করার দায়ে ৪ খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন অভিযান পরিচালনা করেন।

এ সময় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার ৪ খাবারের দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত খাবারের দোকান গুলোর মধ্যে সেফাত রেস্টুরেন্টকে ৮হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার আর বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে এসব হোটেলে নি¤œমানের খাবার, অতিরিক্ত মূল্য এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করার অভিযোগ পান তিনি। এ কারণে ওই ৪টি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরিচালিত অভিযানে টাঙ্গাইল সদর মডেল থানারউপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme