প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানা এবং অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জন পথচারীকে তিন হাজার আটশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় শহরে বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, অপ্রয়োজনে ঘর হতে বাইরে বের হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারায় ৯ জনকে ৩৮০০ টাকা জরিমানা করা হয়।
এ কার্যক্রম অব্যহত থাকবে। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।