প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (২১জুন) বিকেলে বুরো বাংলাদেশ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ।
বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য আন্দোলনের আজীবন সদস্য আলহাজ্ব মো. শাহ জাহান চৌধুরী লিটন,
বঙ্গবন্ধু সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনসহ অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বুরো বাংলাদেশ এর সহযোগিতায় সবুজ পৃথিবীর আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য আন্দোলন সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।