সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় মাঠে ৩১জন দুঃস্থকে সেলাই মেশিন, ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও এক অসহায় ব্যক্তির মাঝে একটি ভ্যান গাড়ী বিরতণ করে এ ফাউন্ডেশন।

বিতরণকালে, ফাতেমা ফাউন্ডেশন মানব কল্যানের প্রধান উপদেষ্টা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারি, পৌর কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীন, ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি নাছিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিয়া ও যুবলীগ নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme