সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে প্রাইভেটকার ও গরুবাহীট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিন নিহত, আহত দুই

  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,কারিহাতী:  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও গরুবাহী ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহত‌দের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌নিকভা‌বে হতাহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।
বৃহস্প‌তিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই ঘটনা ঘ‌টে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, প্রাইভেটকারটি ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। এ সময় প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার বাগু‌টিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রা‌কের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যায়। এতে আহত হ‌য় তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme