প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষে জেলা শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশিদ প্রমুখ।