প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকার মাঝি সিরাজুল হক আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল করোনেশন ড্রামাট্রিক ক্লাবের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলুসহ শিক্ষক নেতৃবৃন্দ।