সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে ফেন্সিডিল সহ গ্রেফতার তিন

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল থানা পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জয়পুর হাটের ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো.আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো.রতন (৩৩) ও মৃত খাতের আলী মন্ডলের ছেলে মো.আলেক চাঁন (৩৮)।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সায়েদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme