টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার আলোয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে থেকে এই আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা, সাবেক যুগ্ম আহবায়ক তানভীর হোসেন সজল, ছাত্রদলের সভাপতি দূর্জয় হোড় শুভ প্রমূখ। এসময় মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজারের অধিক মানুষ সেবা গ্রহণ করে।