সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে বই মেলার উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৬৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘চেতনার জাগরণে বই’এই শ্লোগানে টাঙ্গাইলে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে বই মেলা।

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত শুক্রবার বিকেলে শহরের স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বইমেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলালেম সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আব্দুল মান্নান ইলিয়াস,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি খান মাহবুব।

এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর মেলায় অংশ নেয়া ৬৭টি স্টল পরিদর্শন করেন অতিতিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিকেলে প্রধান অতিথি টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপন করেন।

মেলায় মোট ৬৫ টি স্টলে সহ্রাধিক বই রয়েছে। মেলার প্রথম দিনে ক্রেতাদে ভীড় কম থাকলেও বই প্রেমিদের ভীড় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme