প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুরাল উম্মোচন করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরাল উম্মোচন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।