প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
এ্যাথলেটিকস উপ-পরিষদের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত দিনব্যাপী ৫০টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন, এ্যাথলেটিকস উপ-পরিষদের সভাপতি খ. আশরাফুজ্জামান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু সহ অনান্য কর্মকর্তাবৃন্দ।