প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বুরো বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ,
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি পূর্বাকাশ পত্রিকার সম্পাদক এ্যাডভোটেক খান মোহাম্মদ খালেদ,
টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, জেলা বাস কোচ মিনিবাসের মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সেবা সামাজিক সংস্থার পরিচালক শফিকুল ইসলাম লিটন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) এর সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু।
এসময় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।