সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে বাকশিস’র সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘শিক্ষা জাতীয়করনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হোন, সম্মেলন সফল করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)’র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই প্রয়াত শিক্ষক ও শিক্ষক নেতাদের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। জেলা বাকশিসের আহ্বায়ক মো. আজহার আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার শিক্ষক নেতা মো. শহিদুল ইসলাম।সম্মেলনে বাকশিসের নেতারা শিক্ষা জাতীয়করণের জোড় দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme