টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস পালন

টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস পালন

প্রতিদিন প্রতিবেদক: “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ বিভাগের যৌথ উদ্যাগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রানা মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়। পরে টাঙ্গাইল সরকারি শিশু পরিবারের বালক ও বালিকাদের মাঝে ডিম বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840