জাহাঙ্গীর আলম : “সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যকে সমানে নিয়ে টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডাঃ মো. শরীফ হোসেন খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম।