সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে বৃক্ষ মেলায় এক ব্যবসায়ীর ওপর হামলা

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বৃক্ষ মেলায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৃক্ষমেলায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন মেলা কর্তৃপক্ষ। হামলার ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন বাদী হয়ে সীমান্ত চৌহান নামে এক বখাটের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মুন্না চৌহানের ছেলে সীমান্ত চৌহান। চাকরির জন্য জামানত হিসেবে মনির হোসেন কে ১ লক্ষ টাকা দেন। চাকরি না হওয়ায় মনির হোসেন তাকে (সীমান্ত) কে আসল টাকা পরিশোধ করে দেন। সীমান্ত টাকা ঋণ করে চাকরির জন্য দেওয়ায় সেই লাভের (সুদের) টাকার জন্য মনির হোসেনের ওপর চাপ দিতে থাকে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। সেই বিরোধ কে কেন্দ্র করে সোমবার টাঙ্গাইল বৃক্ষ মেলায় মনির হোসেনের দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল গুসি দিয়ে আহত করে ও তার সাথে থাকা বিশ হাজার টাকা নিয়ে যায় ও হুমকি প্রদান করে তোর কে আছে নিয়ে আয়। পরে মেলা কর্তৃপক্ষ এসে মনির হোসেন কে উদ্ধার করেন।
এ বিষয়ে মনির হোসেন বলেন, অভিযুক্ত সীমান্ত চৌহান দুর্দান্ত দাঙ্গাবাজ, বখাটে ও উগ্র প্রকৃতির ছেলে। নানা অপকর্ম চলে ওই ছেলে। চাকরি জন্য দেয়া টাকা তাকে ফেরত দেওয়া হলেও সে লাভের টাকা আমার কাছে চায়। লাভের টাকা না দেওয়ায় আমার ওপর এ হামলা। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এ হামলার পাল্টা হামলা করলাম না। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি তার অনুরোধ হামলাকারি সীমান্তকে আইনের আওতায় আনা হোক।
মেলা পরিচালনা কমিটির সভাপতি শহিদুজ্জামান মোস্তফা জানান, হামলার সাথে সাথে আমরা ডিউটিরত পুলিশ সদস্যদের অবগত করলে হামলাকারি পালিয়ে যায়। চোখের পলকেই হামলার ঘটনা ঘটবে কেউ বুঝে উঠতে পারে নাই। সবাই কাজে ব্যস্ত থাকায় দ্রুত সময়ে এ ঘটনাটি ঘটেছে।
তিনি আর বলেন, ইতিপূর্বে বৃক্ষ মেলায় হামলার কোন ঘটনা ঘটে নাই। এ হামলার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন মনির খুব ভাল ছেলে। তার ওপর হামলা মেনে নেওয়া যায় না।
সীমান্ত চৌহানের মুঠো ফোনে বার বার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
তদন্ত কর্মকর্তা (এস আই) নজরুল ইসলাম জানান, বৃক্ষ মেলায় হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। গুরুত্বপূর্ণ তদন্ত কাজে ব্যস্ত থাকায় তাকে আটক করা যায়নি। তবে দু-এক দিনের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme