প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মীনি বেগম আলেমা খাতুন ভাসানীর ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সন্তোষ ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ভাসানী মাজারে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এছাড়া সন্তোষ ই.বি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মওলানা ভাসানী আদর্শ অনুশিলন পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন,
তৃৃণমুল ন্যাপ এর কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান (পরশ), মওলানা ভাসানী মুছাফির খানার সাধারন সম্পাদক আলিমুদ্দিন তালুকদার, এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও মাওলানা ভাসানীর দৌহিত্র মো: মাহমুদুল হক সানু।
অনুষ্ঠান শুরুর আগে আলেমা খাতুন ভাসানীর মাজারে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, আলেমা খাতুন ভাসানী ২০০১ সালের ৪ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।