ইমরুল হাসান বাবু : টাঙ্গাইল থেকে প্রকাশিত “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকা’র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সম্পাদক জাফর আহমেদ।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৫ আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী,
জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি।
অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ। পরে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।