সংবাদ শিরোনাম:
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সিন্ডিটেক সক্রিয়   এলেঙ্গায় চাদাবাজি ঘটনায় মুচলেখা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা আনন্দ মোহন দে নির্দেশে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
টাঙ্গাইলে মাদক সহ গ্রেফতার তিন

টাঙ্গাইলে মাদক সহ গ্রেফতার তিন

প্রতিদিন প্রতিবেদক : ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব সদস্যরা।শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধৗ অভিযান চালায় তারা।

এ সময় তাদের থেকে ৯৩ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ১১ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, দেলদুয়ার উপজেলার সাড়টিয়া গ্রামের মৃত মদন বাগানীর ছেলে জিবন বাগানী (৩৫), মিরকুমলি গ্রামের মৃত সড়বেশ খানের ছেলে আবু খান (৩০) এবং টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মৃত ওমর আলীর ছেলে সাগর আলী (২১)।

শুক্রবার (১৭ মে) রাত পৌন ১০ দিকে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এবং বেবীস্ট্যান্ড এলাকায় পৃথক স্থানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।পরে তাদের তল্লাশী চালিয়ে ৯৩ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ১১ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থানে যুবকদের চাহিদা অনুযায়ী মাদক বিক্রি ও সংগ্রহ করে দিত।

তাদের বিরুদ্ধে মাদক আিইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840