প্রতিদিন প্রতিবেদক : ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব সদস্যরা।শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধৗ অভিযান চালায় তারা।
এ সময় তাদের থেকে ৯৩ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ১১ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দেলদুয়ার উপজেলার সাড়টিয়া গ্রামের মৃত মদন বাগানীর ছেলে জিবন বাগানী (৩৫), মিরকুমলি গ্রামের মৃত সড়বেশ খানের ছেলে আবু খান (৩০) এবং টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মৃত ওমর আলীর ছেলে সাগর আলী (২১)।
শুক্রবার (১৭ মে) রাত পৌন ১০ দিকে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এবং বেবীস্ট্যান্ড এলাকায় পৃথক স্থানে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।পরে তাদের তল্লাশী চালিয়ে ৯৩ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ১১ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করা হয়।
তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থানে যুবকদের চাহিদা অনুযায়ী মাদক বিক্রি ও সংগ্রহ করে দিত।
তাদের বিরুদ্ধে মাদক আিইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদক সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।