প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ‘ভিন্ন স্বাদে নতুন সুবাসে’ ব্যাতিক্রমী ফাষ্টফুড “মোমো হাট”-এর যাত্রা শুরু । রেনু শপিং কমপ্লেক্স-এর দ্বিতীয়তলায় প্রতিষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক আলহাজ্ব অধ্যাপক আশরাফুজ্জামান।
এসময় শহরের বিভিন্ন শ্রেণীর ভোক্তা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। শুরু হওয়ার পর থেকে টাঙ্গাইলের ভোজন রসিক তরুন তরুনীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ মোমো হাটে লাইন ধরে খাবার বেছে নিচ্ছেন।
এখানে পিজা, পাস্তা, বিভিন্ন স্বাদের আকর্ষনীয় মোমো সহ হায়দ্রাবাদী বিরিয়ানী, তাজা ফলের জুস এবং ফালুদা, কফিসহ ৫০টির ও বেশী আইটেম পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির পরিচালক আখতারুজ্জামান (তুষার) জানান, টাঙ্গাইলের ভোজন রসিক মানুষদের জন্য আকর্ষনীয় স্বাদ গুনগত মান এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ব্যাতিক্রমী এবং নির্ভরযোগ্য খাবারের আউট লেটের প্রয়োজনীয়তা অনুভব করার থেকে আমাদের এই প্রচেষ্টা। আগামিতে আরও অভিনব কিছু উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।