প্রতিদিন প্রতিবেদক : ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতা মুজাহিদুল ইসলাম শিপন ও টাঙ্গাইল জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সিকদার মানিক ।
মঙ্গলবার (২৩জুন) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আদাল রোডে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পর্যায় ক্রমে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় দশ হাজার গাছ লাগানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন শাফিউল আলম মুকুল ভি.পি সরকারি এম এম আলী কলেজ ছাত্র সংসদ, জেলা যুবলীগের নেতা ও কলেজ পাড়া সি এন জি উপদেষ্টা ইমরান হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রায়হান হোসেন।