সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের সভাপতি শামীম সম্পাদক রফিক নির্বাচিত   কালিহাতীতে ৮ জুয়াড়ি আটক গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে জুলাই শহিদদের স্বরনে আলোচান সভা জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আশুতোষ গ্রেফতার টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন তানবীর আহম্মেদ মগড়া ইউনিয়নে যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলে যুগান্তর পত্রিকা ও যুমনা গ্রুপের প্রতিষ্ঠাতানরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

টাঙ্গাইলে রহস্যজনক কারণে আ’লীগের বর্ধিত সভা দেরীতে শুরু

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ১১২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে রোববার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে সদর উপজেলা জেলা আওয়ামী লীগ। নির্ধারিত সময়ে সভায় অংশ নিতে ৯ টা ৪৫ মিনিট হতে নেতাকর্মীরা আসতে শুরু করে। এসেই কার্যালয় তালাবদ্ধ দেখে কার্যালয়ের সামনে দাড়িতে থাকে নেতা কর্মীরা।

সকাল ১১ টায় আওয়ামীলীগ কার্যালয়ে আসেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ মো.ছানোয়ার হোসেন। এমপি এসেও বেশ কিছুক্ষণ বাহিরে দাড়িয়ে থেকে জেলা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে মুঠো ফোনে কথা বলে ১১ টা ১০ মিনিট পর কার্যালয় খুলে দেয়া হয়। খোলার পর শুরু হয় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আমাদের বর্ধিত সভা ছিলো। কার্যালয়ে আসার পর দেখতে পাই দরজা তালাবদ্ধ। কে তালা দিয়েছে? কেন দিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারবো না।


এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান বলেন, সকালে এসেই অফিস তালাবদ্ধ দেখি। সদর উপজেলার সাবেক সভাপতি এডভোকেট খোরশেদ আলমকে বর্ধিত সভায় না রাখায় এমন ঘটনা ঘটেছে। পরে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানসহ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সোমবার সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme