সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৪৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল,

উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি জানায়।

পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme