প্রতিদিন প্রতিবেদক:
শীতার্তদের জন্য টাঙ্গাইলে জেলা প্রশাসকের কাছে ৪ শতাধিক কম্বল হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে আশা এনজিও’র উদ্যোগে জেলা প্রশাসকের হলরুমে এ কম্বল হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
আশার জেলা শাখার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ আশার সদর অঞ্চলের আরএম আব্দুল হাকিম, এডুকেশন অফিসার (শিক্ষা) আশিকুর রহমান, টাঙ্গাইল-১ ব্রাঞ্চের বিএম শহিদুল্লাহ কায়সার এবং টাঙ্গাইল-২ বাঞ্চের মোজাফ্ফর আলী।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, এটি একটি ভালো উদ্যোগ। তাদের এ ধারা অব্যহত রাখার জন্য তিনি অনুরোধ করেন।