প্রতিদিন প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪০তম প্রতিস্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ভিক্টোরিয়া রোডস্হ জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন,
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ শাহ আলম, সদর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মমিনুল ইসলাম লাভলু,
সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস, সাংগঠনিক সানোয়ার হোসেন, সদর থানা সভাপতি আঃ হালিম, ভাররপ্রাপ্ত সম্পাদক বুলবুল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মজনু মন্ডল।
নেতৃবৃন্দ প্রতিস্ঠা বার্ষিকীতে তাদের বক্তব্যে শ্রমিক দলের শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা সহ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেয়ার পাশাপাশি জেলা বিএনপি’র প্রতিস্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আটক সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্হায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং তার সহ ধর্মিনীর সুস্ততা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ মোজাম্মেল হোসেন।